নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ জেকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ(১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক ওহী দেওয়ান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক শাহ গোল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমেদ খান, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনুর আলম সানু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, প্রধান শিক্ষক রুবেল আহমেদ প্রমূখ।
খেলায় ম্যাচ রেফারি দায়িত্ব পালন করেন আব্দুল আলীম, সহকারী হিসেবে ছিলেন মুরাদ আহমেদ, রুবেল আহমেদ, ধারাভাষ্যকার ছিলেন আলী হাসান রানা। উদ্বোধনী খেলায় গজনাইপুর ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে ২ গোলে হারিয়ে বিজয়ী হয় পানিউমদা ইউনিয়ন একাদশ।
নবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর উদ্বোধন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com