নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের তেতুলিয়া ও টেকইয়া গ্রামের দুইশতাধিক পরিবারের মধ্য বিদ্যুত সংযোগের ও দেবপাড়া ইউনিয়নে স্ট্রিট লাইট (সৌরবিদ্যুত ভিত্তিক সড়ক বাতি) স্থাপনের উদ্বোধন করেছেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের তেতুলিয়া ও টেকইয়া গ্রামে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের সভাপতিত্বে ও অনু মিয়ার পরিচালায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মোঃ আলী বরদী সুজন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যদিকে বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এসময় নবীগঞ্জ উপজেলার বালিদ্বারা জামেয়া ইসলামিয়া আাবিয়া মাদ্রাসায় একটি ও বালিদ্বারা বাজারে একটি সড়ক বাতি প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম ধাপে ওই দুটি উপজেলায় সৌর ভিত্তিক ৩৬টি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এসময় বালিদ্বারা জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও বালিদ্বারা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com