হবিগঞ্জে কমরেড অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী

দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও অপরাজনীতি, গণতন্ত্রহীনতা ও নীতিহীন রাজনীতির বিপরীতে লড়াই সংগ্রামের শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে, তা না হলে দেশের কৃষক শ্রমিক মেহনতি গরীব মানুষের মুক্তির আন্দোলন বেগবান হবে না। ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় সিপিবি জেলা কমিটির বর্থিত সভায় কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এসব কথা বলেন। জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বানিয়াচং শাখার নেতা মোহাম্মদ আলী, ইমদাদুল হোসেন খান, মির্জাপুর শাখার নেতা মোঃ সামছু মিয়া, মোঃ সমসু মিয়া. হবিগঞ্জ পৌর এলাকার শাখা কমিটির নেতা আজমান আহমেদ, আজিজুর রহমান কাউছার, রনজিত সরকার, সাহেব আলী, চুনারুঘাট শাখা কমিটির নেতা আঃ ছমেদ, মোঃ জিতু মিয়া, সানাউর মিয়াসহ জেলা ও শাখা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ কৃষকের সমস্যা, ক্ষেতমজুর ও শ্রমিকদের সমস্যা নিয়ে করণীয় নির্ধারণ এবং সরকারের লুটপাটের তীব্র সমালোচনা করেন। সভায় আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় আরডি হল মাঠে বামজোটের জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা এবং সাধারণ মানুষের অংশগ্রহণের উদ্যোগী ভূমিকা পালনের আহবান জানান। জনসভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহআলমসহ বামজোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। প্রেস বিজ্ঞপ্তি