চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কুখ্যাত ডাকাত নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার নয়ানী বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত নজরুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নজরুল ওই এলাকার ওহাব উল্লাহ’র পুত্র। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নজরুলের বিরুদ্ধে ৩টা ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে নজরুল পালিয়ে যাওয়ার সময়ে ২ কিঃ মিঃ দৌড়িয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল দুপুরে নজরুলকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com