সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম. হাবিবুর রহমান হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন শহিদ শেখ রাসেল জন্মদিন উদযাপন কমিটির সদস্য সচিব ও ইংরেজি বিভাগের প্রধান ড. রমা ইসলাম। বক্তারা শহিদ শেখ রাসেলের সম্ভাবনাময় জীবনের ওপর আলোকপাত করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ‘চির শিশু হে’ শীর্ষক উপস্থাপনা পরিবেশন করেন ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের ছাত্রী অর্পিতা ভৌমিক ও ব্যবসা প্রশাসন বিভাগের ৫৯তম ব্যাচের ছাত্র দুর্জয় বণিক অর্পন।
সভায় বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. জেড. আশরাফুল প্রমূখ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com