তিন চোর গ্রেফতার
আক্তার হোসেন আলহাদী ॥ ৪টি চোরাই মোটর সাইকেল, একটি কম্পিউটার ও একটি অটোরিকশা উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। এ সময় মোটর সাইকেল চোর চক্রের হোতা জাহাঙ্গীর (৩৪), কম্পিউটার চোর টিটু দাশ জীবন (২৯) ও অটোরিকশা চোর সাজুকে (২৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় বানিয়াচং থানায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। এ সময় বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও ওসি (তদন্ত) আবু হানিফ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বুধবার বিকেল ৪টায় হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক রোডের শাহী ঈদগা এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল বিক্রয়কালে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করে আরও ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর একজন আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সে একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাছাড়া উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১১টি ল্যাপটপ চুরির ঘটনায় দায়েরকৃত একটি মামলায় টিটু দাশ নামে একজনকে ১৮ অক্টোবর সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের এলাইছ মিয়ার পুত্র সাজুকে (২৫) একটি চোরাই অটোরিকশাসহ গ্রেফতার করা হয়।