স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিষ প্রয়োগ করে এক কৃষকের লক্ষাধিক টাকার ফসলের ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে। বৃহস্পতিবার সকাল প্রায় ৭টায় কেউন্দা গ্রামের কৃষক বায়েজিদ জামান তার ফসলি জমিতে গিয়ে দেখতে পান জমিতে রোপন করা ধান গাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে জ¦ালিয়ে দিয়েছে। এতে ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকার জাহাঙ্গীর মিয়া, বিলাল মিয়া ও মিজানুর রহমান সেলিম জানান, বৃহস্পতিবার সকাল প্রায় ৭টায় তারা দেখতে পান কৃষক বায়েজিদ জামানের ১৭২ শতক জমিতে রোপন করা ধান গাছ জ¦লসে রয়েছে। তাদের ধারণা জমির ধান গাছগুলো জ¦লসে যাওয়ায় ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উবাহাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মীর মোঃ সানু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্ত জমির মালিক বা অন্য কেউ বিষয়টি তাকে জানায়নি বা এনিয়ে তার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি। ইতিপূর্বেও ওই জমিতে বিষ প্রয়োগের মাধ্যমে ধান গাছ জ¦ালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান, এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com