স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর থেকে চোরাই সাইকেলসহ ৩ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। বুধবার দুপুরে ওই এলাকায় বাইসাইকেল চুরি করতে যায় রাহিম, মোবারক, সায়েম নামে তিন চোর। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন তাদের আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com