স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আমির হামজা (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি নানা বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের মাওলানা রুহুল আমিনের ছেলে মোঃ আমির হামজা (১৬) দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামে তার নানার বাড়িতে থাকতো। আমির হামজা গত বুধবার দুপুরে তার নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁখুজি করেও তার সন্ধান না পেয়ে আমির হামজার মামা ফজলুল হক বাহুবল মডেল থানায় জিডি করেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে চন্দ্রছড়ি গ্রামে নানার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় আমির হামজার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার হাজী আবিদ আলীর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আমির হামজার লাশ পুকুর থেকে উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আমির হামজার পিতা মাওলানা রুহুল আমিন লিখিতভাবে থানা পুলিশকে জানান, তার ছেলে মানসিক রোগী ছিল। সে ভারসাম্যহীন অবস্থায় মাঝে মধ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com