স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে স্ত্রী ও তার স্বজনদের হামলায় পারভেজ মিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনদের সূত্রে জানা যায়, রাজিউড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩৫) ১৫ বছর পূর্বে একই উপজেলার দিঘলবাগ গ্রামের রঙ্গু মিয়ার মেয়ে রিনা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর রিনার ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জন্ম হয়। ৩ সন্তানকে নিয়ে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। এর মধ্যে রিনার প্রতি পরকিয়া সম্পর্কের সন্দেহ জাগে স্বামী পারভেজের মনে। এ নিয়ে তাদের মাঝে বিরোধ বাঁধে। প্রায়ই এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। এরই জের ধরে পারভেজের উপর হামলার ঘটনা ঘটে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com