গাঁজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলী দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমআ নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। তাছাড়া আগামীকাল শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ দলীয় সকল ইউনিট এবং সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছে। গতকাল জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এ আহবান জানান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com