সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিনিয়র সহকারী জজ সম্পা জাহান
স্টাফ রিপোর্টার ॥ বিনামূল্যে আইনী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিনিয়র সহকারী জজ সম্পা জাহান। গতকাল বৃহস্পতিবার জেলা জজের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড এর আয়োজনে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র সহকারী জজ সম্পা জাহান বলেন, সরকার লিগ্যাল এইডের মাধ্যমে অসহায়দের পাশে থেকে সুবিচার পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছেন। এক সময় মানুষ বিভিন্নভাবে নির্যাতিত ও ন্যায্য হক থেকে বঞ্চিত হতো। চোখের জল ফেলতো নিরবে। মামলার টাকা জোগাড় করতে পারতো না। এতে ন্যায় বিচার পাওয়া দূরে থাক, মামলায়ই আসতো না। এখন মানুষ লিগ্যাল এইডে এসে তাদের বিষয়গুলো আবেদনের মাধ্যমে উপস্থাপন করে ন্যায় বিচার পাচ্ছে। আশা করি সাংবাদিকদের মাধ্যমে সকল স্তরের মানুষ লিগ্যাল এইডের বিচার কার্যক্রম জানতে পারবে এবং সচেতন হওয়ার সুযোগ হবে। তাই এ বিষয়টি তিনি মিডিয়ায় ব্যাপক প্রচারের দাবি জানান। এছাড়া প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামে প্রচারণাসহ ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক ও অ্যাডভোকেট রহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন ও চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শফিকুল আলম চৌধুরী, এম, এ মজিদ, পাভেল খান চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন, শরীফ চৌধুরী, এমদাদুল ইসলাম সোহেল, আনিছুজ্জামান চৌধুরী রতন, মজিবুর রহমান, বদরুল আলম, কাওসার আহমেদ, নায়েব হোসাইন, আশরাফুল ইসলাম কোহিনূর, সাইফুর রহমান তারেক, সৈয়দ মশিউর রহমান, ইলিয়াছ আলী মাসুক, জুয়েল চৌধুরী, মীর মোঃ আব্দুল কাদির, খান রাহাত ফেরদৌস ও শাওন গোপ।