স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে যানজট নিরসন এবং অবৈধ দোকানপাট উচ্ছেদে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের চৌধুরী বাজার এলাকায় রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বেশকিছু মালামাল জব্দ করা হয়। এ সময় দুইটি ফলের দোকান, দুইটি সবজির দোকান ও একটি রড সিমেন্টের দোকান হতে ২২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এর আগে হবিগঞ্জ সদর হাসপতালের সামনে একটি ফার্মেসী হতে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। অভিযান চলাকালে মাইকে জানানো হয়- অবৈধ দোকানপাট নিজ দায়িত্বে সড়িয়ে না নিলে এবং ফুটপাতে জিনিসপত্র রাখলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বুধবার বিকেলে মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে অনুরূপ অভিযান চালানো হয়েছিল। বৃহস্পতিবারের অভিযানে মাইকে জানানো হয় এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।