স্টাফ রিপোর্টার ॥ ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ মনোনীত হয়েছেন হবিগঞ্জ সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম ও এএসআই শিবলু মজুমদার। গতকাল বৃহস্পতিবার সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে তাদেরকে সম্মাননাপত্র প্রদান করা হয়। সম্মাননাপত্র প্রদান করেন ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার)। এ সময় এসআই মমিনুলকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।
প্রসঙ্গত, এসআই মমিনুল হবিগঞ্জ জেলায় চতুর্দশ বারের মতো শ্রেষ্ঠ মনোনীত হয়েছেন। এছাড়া এএসআই শিবলু মজুমদার ৭ম বারের মতো শ্রেষ্ঠ মনোনীত হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com