উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কে রড বসিয়ে রাস্তা বন্ধ করে ঠিকাদার লাপাত্তা হয়ে গেছেন। ফলে সাধারন জনগণকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। একটা রিকশাও চলাচলের ব্যবস্থা নেই। জনগণের এই ভোগান্তি দেখার মতো যেন কেউ নেই। ওই রাস্তা দিয়ে একজন রোগী নিয়ে যাওয়ার পরিবেশও নেই। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক যাতয়াত করে থাকেন। জনগণের ভোগান্তি থেকে বাঁচার জন্য পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন ভূক্তভোগী সাধারণ মানুষ। জানা যায়,নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের মেরামত কাজ গত কিছুদিন আগে শুরু হয়। কিন্তু কাজ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই কাজ বন্ধ করে ঠিকাদার লাপাত্তা হয়ে যান। কি কারণে এ রাস্তা কাজ বন্ধ করে ঠিকাদার সরে গেলেন তা সাধারণ মানুষ জানেন না। এ ব্যাপারে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।