উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরাম-এর নয়া কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রভাষক এস.এম লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন অ্যাডভোকেট এস.এম বজলুর রহমান। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে প্রভাষক এস.এম লুৎফুর রহমানকে পুনরায় সভাপতি ও লায়ন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ফজলুল হক, সহ-সভাপতি মোঃ মুকিত খান, নির্মল দাস ও শেখ মুখলেছুর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ জামান খান শুভ, মোঃ ফরহাদ হোসেন টিটু ও ওবায়দুর রহমান ফাহিম; সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সোহাগ, আবুল কাশেম রুবেল ও রাজীব আহমেদ; অর্থ সম্পাদক মোঃ জুবায়ের মিয়া, দপ্তর সম্পাদক শেখ রিয়াজ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম, প্রচার সম্পাদক প্রদীপ সূত্রধর, সহ-প্রচার সম্পাদক সোহেল আহমেদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সামাল হোসেন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন রায়, নির্বাহী সদস্য শেখ জামাল মিয়া, জ্যোতিশ চন্দ্র শীল, আব্দুস সামাদ আজাদ, অ্যাডভোকেট এস.এম দুলাল মিয়া, ঝুমুর রায়, মোঃ নুরুল হক, মোঃ রাজু মিয়া, মোঃ বেলাল হোসেন, মোছাঃ হালিমা আক্তার, আশিক মিয়া, সোহাগ মিয়া, মিঠুন রায়, কাউছার আহমেদ ও মোহাম্মদ আলী লালা। গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২ বছর উক্ত কমিটি দায়িত্ব পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com