নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই উপজেলার লাখাই এসি.আর.সি পাইলট উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, ছেলেধরা গুজব, মাদক ও দাঙ্গা বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার লাখাই এসি.আর.সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে ও গণিত শিক্ষক মোঃ জামাল মিয়ার উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ওসি এমরান হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার মুরুব্বিয়ান ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, হবিগঞ্জ জেলায় কোনো দাঙ্গাবাজ থাকবে না। বাল্যবিবাহ প্রতিরোধে তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরণের গুজবে কান না দিতে ও এ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার কথা বলেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে লাখাই থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন সাম্প্রতিক ছেলেধরা গুজব সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বলেন।