স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ইয়াবা সেবনকালে সাবেক ছাত্রনেতাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হলো- শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা জহুর আলীর ছেলে সাবেক ছাত্রনেতা মো. মাছুম, (২৫) রতন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (২০) ও মাহবুব মিয়ার ছেলে মনির মিয়া (২০)। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে তারা শহরের অনন্তপুর এলাকার একটি বাসায় বসে ইয়াবা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। সদর থানার এসআই জহিরুল হক জানান, রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com