স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ক্রমান্বয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের অভিযোগ, বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করছেন তারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীসহ আরো ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তারা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের রমজান আলীর পুত্র ঢাকা বাংলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র শাহ আলম হৃদয় (২০), নিতাইর চক গ্রামের মৃত সৈয়দ ফারুকের পুত্র মিরপুর আলিফ সোবহান কলেজের বিএ ২য় বর্ষের ছাত্র সৈয়দ শিরু মিয়া (২৪)। আক্রান্তরা হবিগঞ্জের নাগরিক হলেও তারা সবাই ঢাকায় বসবাস করতেন।
আক্রান্ত রোগীরা অভিযোগ করেন, সরকার ডেঙ্গু পরীক্ষার জন্য ৫শ’ টাকা নির্ধারণ করে দিলেও শহরের প্রতিষ্ঠিত ২টি ক্লিনিকে নেয়া হচ্ছে ৯শ’ থেকে ১৪শ’ টাকা।
এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়া হলে প্রশাসনকে সঙ্গে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com