কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব শামছুল হুদার পরিচালনায় হবিগঞ্জ আই.এ.বি মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজনগর মসজিদের সামনে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল বলেন, ১৯৪৭ সালে কাশ্মীর যে শর্তের মাধ্যমে ভারতের সাথে এক হয়ে ছিল। বর্তমান ভারত সরকার তাদের শর্তের কোন তোয়াক্কা না করে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদকে পরিবর্তন করে কাশ্মীরী মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই কাশ্মীরের মুসলমানরাও মানুষ। তাদের মানবিক সকল অধিকার ফিরিয়ে না দিলে বিশ্ব মুসলিম এক হয়ে ভারতীয় সরকারকে উচিত জবাব দেবে এবং কাশ্মীরকে সম্পূর্ণ রূপে আজাদ করে ছাড়বে ইনশাআল্লাহ। জেলা সেক্রেটারী ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর সভাপতি আলহাজ্ব শামসুল হুদার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মঈনুদ্দিন খান তানভীর, ইসলামী শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মুসাব্বির রুনু, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম সাজু, ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক কে এম তাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ প্রমূখ। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি