পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়েছে মূল হুতা নবী হোসেন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আটক ৪ জুয়াড়িকে ভ্রাম্যমান আদালত আর্থিক জরিমানার রায় প্রদান করেছেন। শুক্রবার দুপুরে বানিয়াচং সদরের দক্ষিণ নন্দীপাড়া মহল্লার মৃত রজব উল্লার ছেলে নবী হোসেনের বসত ঘর থেকে পুলিশ ৪ জুয়াড়িকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরের মূল হুতা নবী হোসেন দৌঁড়ে পালালেও পুলিশ হাতেনাতে ৪ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটকৃতরা হল দক্ষিণ নন্দীপাড়া মহল্লার মৃত রজব উল্লার ছেলে বজলু মিয়া (৩২), কাজী মহল্লার সাইদুর রহমানের ছেলে সজল মিয়া (২৭), গুণই গ্রামের মন্নর মিয়ার ছেলে ধন মিয়া ও তাঁতারি মহল্লার ছেরাগ আলীর ছেলে কাজল মিয়া (২৮)। আটক ৪ জুয়াড়িকে শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করে পুলিশ। আদালতে আটককৃতরা তাদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি প্রত্যেককে জুয়া আইনে ১শ’ টাকা জরিমানা রায় প্রদান করেন। অপরাধিরা জরিমানার টাকা প্রদানপূর্বক রায় কার্যকর করেন। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি।
স্থানীয় এলাকাবাসী জানান, পলাতক নবী হোসেন জুয়ার আখড়ার মূল হুতা। সে দীর্ঘদিন ধরে বসত ঘরে জুয়ার আসর বসিয়ে আর্থিকভাবে ফায়দা লুটছে।