স্টাফ রিপোর্টার ॥ ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ক্লাব প্রেসিডেন্ট কুমকুম চৌধুরীর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট রায়হানা বেগম, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খান জলি, সেক্রেটারি মাহফুজা আক্তার ডলি, ট্রেজারার সানজিদা মুহিব প্রীতি, আইএসও তাজকিরা আক্তার জুবিলী, সদস্য রওশন আরা লুনা, সদস্য অ্যাডভোকেট সায়লা খান। সভায় হাত ধোয়া কর্মসূচি, নৌকা ভ্রমণসহ বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়। সভায় তাজকিরা আক্তার জুবিলীর জন্মদিন উপলক্ষে ফুড ভিলেজ রেস্টুরেন্টে সবাইকে আপ্যায়ন করানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com