নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাট হাসপাতালের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। জরুরি বিভাগ, শিশু ওয়ার্ড, আউটডোর, হাসপাতালের প্রবেশ ফটক, তথ্য কেন্দ্রের সামন, কুক হাউজ, স্টোরসহ হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এতে হাসপাতালে দালালদের উৎপাত, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ অনেক কমে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। বর্তমানে হাসপাতালের ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতিমধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরো ১৬টি ক্যামেরা লাগানো হবে। ক্যামেরাগুলো উপজেলা টিএইচও তাঁর কার্যালয় থেকে নিজেই সরাসরি নিয়ন্ত্রণ করেন। ক্যামেরায় কোনো অপ্রীতিকর ঘটনা বা অসঙ্গতি ধরা পড়লে টিএইচও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধান করবেন।
সিসি ক্যামেরা লাগানো প্রসঙ্গে টিএইচও ডাঃ মোজাম্মেল হক তালুকদার বলেন, কর্মকর্তা-কর্মচারিরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা এসব আমি আমার অফিস থেকে দেখতে পারছি। এছাড়াও হাসপাতালে চুরি, ছিনতাই, মারামারি বা অপরিষ্কার-অপরিচ্ছন্ন রয়েছে কিনা এসব বিষয় নিয়ন্ত্রণ করা; অফিসের নিরাপত্তা বিধান। সেবাপ্রার্থীরা এসে যাতে নিশ্চিন্তে সেবা নিতে পারেন সেজন্যই এই ব্যবস্থা। পর্যায়ক্রমে সিসি ক্যামেরা আরো বাড়ানো হবে।
সিসি ক্যামেরা স্থাপনের সুফল প্রসঙ্গে আরএমও ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে হাসপাতালে ছিনতাইকারী, চুরির ঘটনাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমে আসবে। সিসি ক্যামেরার কারণে রোগীসহ আমরা নিরাপদে নিশ্চিন্তে হাসপাতালে গাড়ি রাখতে পারব। হাসপাতালকে একটি কার্যকর, সুশৃঙ্খল ও নিরাপদ হাসপাতাল হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে।
দালালদের উৎপাত অনিয়ম-দুর্নীতিসহ অপরাধ কর্মকান্ড অনেক কমে আসবে বলে অভিমত অভিজ্ঞ মহলের
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com