কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাটের কুখ্যাত মাদক ব্যবসায়ী মদু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার দারোগা শেখ আজহারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়ানি বনগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযান আঁচ করতে পেরে মধুু মিয়া ও তার ভাই শাহ আলম বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। পুলিশও তাদের পিছু নেয়। প্রায় আড়াই কিলোমিটার দৌড়ে গিয়ে মধুু মিয়াকে আটক করলেও তার ভাই শাহ আলম পালিয়ে যায়।
দারোগা শেখ আজহার জানান, তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। শাহ আলমকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com