মতবিনিময় সভায় জেলা প্রশাসক দেবী চন্দ
নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ। বুধবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও মন্জুর আহ্সানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাধবপুরের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি উপজেলার কৃষি নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মলেন্দু চক্রবর্ত্তী, থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খাঁন, কৃষি কর্মকর্তা মামুন আল হাসান, উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূইয়া, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, মোঃ আলাউদ্দিন, মীর খুরশেদ আলম, মোঃ মিজানুর রহমান, ফারুক আহম্মেদ পারুল, আতাউল মোস্তফা সোহেল, মোঃ মাসুদ খাঁন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র, আন্দিউড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত শিল্পায়নের কারণে মাধবপুরের কৃষি জমি, নদী ও পরিবেশ নষ্ট হচ্ছে। তাই পরিবেশ বান্ধব শিল্প গড়ার দাবি জানান তারা। মাধবপুরে মাদকের আগ্রাসন বন্ধ করতে জনপ্রতিনিধিরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে।
সভায় মাধবপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার আলোকে জেলা প্রশাসক বলেন বিদ্যমান সমস্যা কাটিয়ে উঠতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।