স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পাড়ে জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার নামাজ থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশের অনুমতি না নিয়ে গায়েবানা জানাজার নামাজের প্রস্তুতি নেয় জামায়াত নেতৃবৃন্দ। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানাজার নামাজ পড়তে বারণ করে আয়োজকদের। এ সময় নামাজ আয়োজনকারীদের সাথে পুলিশের বাকবিত-া হয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।
ওসি (তদন্ত) আবু হানিফ জানান, নিষেধ থাকার পরও তারা গায়েবানা জানাজা নামাজের প্রস্তুতি নেয়। এ নিয়ে পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com