স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে স্বাধীন মিয়া নামে সাপে কাটা এক শিশু মারা গেছে। বুধবার রাত ৮টায় সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের মুক্তার মিয়ার পুত্র স্বাধীন মিয়াকে (৭) সাপে কামড় দিলে তাকে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার পায়ে বাঁধন ছিল। জরুরি বিভাগে আসার পর অনেকক্ষণ শিশুটি ব্যথায় ছটফট করছিল। কিন্তু ডাক্তার না পাওয়ায় তাকে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। রাত ১০টার দিকে ওয়ার্ডে যাওয়ার পর তার পায়ের বাঁধন খুলে দিয়ে স্যালাইন পুশ করা হয়। এর পর ওই শিশুটি মারা যায়। এ সময় স্বজনরা আহাজারি শুরু করেন। তারা স্বাধীন মিয়ার মৃত্যুর জন্য ডাক্তারকে দায়ী করেন। তাদের দাবি, স্বাধীনতে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে চিকিৎসা দেয়া হলে হয়তোবা শিশুটি মারা যেতো না। রাত ১২টায় এ রিপোর্ট লেখাকালে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিহত স্বাধীনের স্বজনদের শান্তনা দেয়ার চেষ্টা করছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com