অপরাধীকে ২ লাখ টাকা জরিমানা
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে আটক করে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও ট্রাক্টর। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারের গংগানগর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।
ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে বাঁধ কেটে মাটি-বালু উত্তোলন করায় চুনারুঘাট উপজেলার আশ্রাবপুর গ্রামের মারাজ মিয়ার পুত্র মোঃ শামীম মিয়া (৩০)কে আটক করা হয়। পরে সে মোবাইল কোর্টে অপরাধ স্বীকার করলে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও একটি ট্রাক্টর।
ইউএনও বলেন, এক্সেভেটর ও ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেনের জিম্মায় রাখা হয়েছে। তিনি বলেন, এমন অভিযান চলমান থাকবে।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com