প্রথম প্রজন্মে গড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেড নানা আর্থিক কর্মকান্ডে অর্থায়নের পাশাপাশি বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য চালু করেছে ‘এনবিএল স্টুডেন্ট লোন’ নামীয় নতুন একটি ঋণ হিসাব। এই ঋণটি মূলত স্কুলিং কিংবা উচ্চ শিক্ষার্থে বিদেশগামী শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতা প্রমাণে সহায়তা করবে এবং ভিসার শর্ত পূরণে সহায়তা করবে। এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম জানান “মূলত বিদেশগামী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণেই এই স্কিমটি চালু করা হয়েছে এবং সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। আমরা বিশ্বাস করি একসময় এই শিক্ষার্থীরাই দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অনেক অবদান রাখবে।” তিনি আরও জানান ন্যাশনাল ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ প্রবাসীদের বিমান ভাড়া ও আনুষাঙ্গিক খরচ নির্বাহের জন্যও অন্য আরেকটি ঋণ স্কিম চালু করছে। সেই সাথে বিদেশে ভ্রমণ কিংবা কেনাকাটার জন্য চালু করা হয়েছে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড। যা ব্যবহার করা যাবে যেকোনো দেশে, যেকোনো মুদ্রায়। সেই সাথে এই কার্ডটি থাকলে বিনা ফি-তে পাসপোর্ট এনডোর্সমেন্ট সুবিধাও পাওয়া যাবে।