স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তুফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদস্য মহিবুল ইসলাম শাহীন, আব্দুল ওয়াদুদদ তালুকদার আব্দাল, শামছুল ইসলাম মতিন, অ্যাডভোকেট হাবিবুর রহমান সওদাগর, নাজিম উদ্দিন শামছু, অ্যাডভোকেট এস এম আলী আজগর, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু ছালেক, জেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার চৌধুরী, ওলামাদল নেতা আব্দুল কুদ্দুস নুরী, আব্দুল্লাহিল কাফি, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ। সদর উপজেলা বিএনপি ঃ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট মইনুল হোসেন দুলাল, কাজী শামছু মিয়া, হাজী আব্দুল মতিন, ফারুক মিয়া, ডাঃ আতিকুল ইসলাম বকুল, শাহ মশিউর রহমান কামাল, শিপন আহমেদ আছকির, হাফিজ খান প্রমুখ। হবিগঞ্জ পৌর বিএনপি ঃ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মোর্তুজা আহমেদ রিপন, নাজমুল হোসেন বাচ্চু, মামুনুর রশিদ প্রমুখ। লাখাই উপজেলা বিএনপি ঃ লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, আব্দুল মোতালিব খান, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রমুখ। নবীগঞ্জ উপজেলা বিএনপি ঃ নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মজিদুর রহমান মজিদ, সোহেল রিপন চৌধুরী, নুরুল গণি সোহেল প্রমুখ। বাহুবল উপজেলা বিএনপি ঃ বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজী শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ। চুনারুঘাট পৌর বিএনপি ঃ চুনারুঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন, মশিউর রহমান টিপু, রাশেদ আক্রাম রাফি প্রমুখ। আজমিরীগঞ্জ পৌর বিএনপি ঃ আজমিরীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলী আহমেদ জনফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক প্রমুখ। যুবদল ঃ হবিগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি মোশাহিদ আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার খান, অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, দুলাল মিয়া, আব্দুল হান্নান জুয়েল প্রমুখ। শ্রমিকদল ঃ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রতন আনসারী, আব্দুল খালেক, শেখ রহমত আলী প্রমুখ। স্বেচ্ছাসেবক দল ঃ স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট কুতুব উদ্দিন শামীম, শেখ মুখলিছুর রহমান প্রমুখ। মৎস্যজীবি দল ঃ হবিগঞ্জ জেলা মৎস্যজীবি দল নেতা তাজুল ইসলাম, কাজল মিয়া, ওরস মিয়া প্রমুখ। মহিলা দল ঃ জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুরজাহান বেগম, আমিনা বেগম, হেনা আক্তার দিনা, নাজমা বেগম, শিরিনা বেগম, মায়া বেগম, রাখি বেগম প্রমুখ। ছাত্রদল ঃ জেলা ছাত্রদল নেতা সৈয়দ রুহেব হাসান জনি, সাইফুর ইসলাম রকি, কামরুজ্জামান উজ্জল, আল আমিন তালুকদার, রুবেল আহমেদ, রুমেল খান চৌধুরী, ইকবাল আহমেদ চৌধুরী প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com