স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সহসভাপতি হাজী গোলাপ খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর মোঃ বাবুল হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com