চুরি ডাকাতি রোধে বিট পুলিশিং সভা করেছে চুনারুঘাট থানা পুলিশ। বুধবার সকালে আলহাজ্ব মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক। তিনি বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সবধরণের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিট পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। তিনি অপরাধমূলক যে কোন কার্যক্রমের সংবাদ পেলে থানা পুলিশকে অবগত করার আহ্বান জানিয়ে সবার তথ্য গোপন রেখে অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কাজ করবে বলে আশ্বস্ত করেন।
সভার শুরুতেই ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ওসি রাশেদুল হক। এসব সমস্যা সমাধান করার আশ্বাস দেন তিনি। বিট পুলিশিং সভায় ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট এলাকার নারী পুরুষ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।