স্টাফ রিপোর্টার ॥ ওয়ান ন্যাশন ইউকে এর উদ্যোগে ও অর্থায়নে নবীগঞ্জ উপজেলার বুরহানপুরে (মাঝের হাটী) বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী মোফাজ্জল হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহীন মিয়া চৌধুরী, নাজমুল ইসলাম, গেদা মিয়া, শাহজাহান মিয়া, কালু মিয়া, কাজী শিহাব, ফয়েজ আহমদ, হাবিবুর রহমান, কাজী ফয়েজ মিয়া, রহীম চৌধুরী, ফখরুল চৌধুরী, ছাদিক মিয়া, আসুখ মিয়া, সফিক মিয়া, রাজু মিয়া, দবির মিয়া, রুবেল মিয়া, রিজন মিয়া, কয়েছ মিয়া, হাজী নাঈম, দিলদার, রাহি, সেবু রহমান, জামিল হক, আদিল, পিলু মিয়া প্রমুখ।
বুরহানপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উক্ত চক্ষু শিবিরে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ প্রায় ৭শত জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। চক্ষু শিবিরে রোগীদেরকে বিনা মুল্যে ঔষধ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে বাছাই করা চোখে ছানী পড়া প্রায় ৭০জনকে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে বিনা মুল্যে অপারেশন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com