স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালীর সোনাইমুড়িতে গুজব রটিয়ে হিজবুত তওহীদের দুই সদস্যকে হত্যা ও বাড়িঘর ভাংচুর, লুটপাটের ঘটনার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় তাদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৬ সালের ১৪ মার্চ গুজব রটিয়ে তাদের দুই সদস্যকে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনার ৫ বছর পার হলেও অপরাধীদের বিচার হয়নি। এমনকি হামলার ঘটনায় জড়িত থাকা অনেক আসামিও রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। হত্যাকারীদের বিচার দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মোতালিব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com