চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার দক্ষিণ বাসস্ট্যান্ড ক্রসরোড এলাকায় শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে দুটি ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে উভয় ব্যবসায়ীর দোকানের সকল ফার্নিচার ও চিরাই কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি দোকানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত রহমান ফার্নিচারের মালিক মোঃ সফর আলী মহালদার (লাইসেন্স নং ১৬১৩) জানান, তার দোকানে তৈরিকৃত ফার্নিচারের মধ্যে ৪টি বক্স খাট, ৩টি আলমিরা, ২টি ওয়ারড্রবসহ আলনা, চেয়ার, টেবিল ও ফার্নিচার দোকানের গোডাউনে প্রায় ৩শ’ ঘনফুট সেগুনসহ বিভিন্ন প্রজাতির চিড়াই কাঠ আগুনে পুড়ে গেছে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। অপরদিকে নিউ মডার্ণ ফার্নিচার দোকানের মালিক মোঃ আলতা মিয়া জানান, তার দোকানে ৫টি বক্স খাট, ৪টি আলমিরা, ৩টি ওয়ারড্রবসহ আলনা, চেয়ার, টেবিল ও গোডাউনের প্রায় আড়াইশ’ ঘনফুট সেগুনসহ বিভিন্ন প্রজাতির কাঠ পুড়ে গেছে। যার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।