স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর বাজারে গতকাল রোববার ভোর রাতে একটি অটোরিক্সা গ্যারেজে দুর্বৃত্তরা আগুন দিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা (হবিগঞ্জ থ-১১-২৫৯৭) পুড়িয়ে ছাই করে দিয়েছে। অটোরিক্সাটি উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মহব্বত আলীর। সে রতনপুর সিএনজি স্ট্যান্ড থেকে নাছিরনগর রোডে যাত্রীবহন করে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। এ অটোরিক্সার আয় দিয়েই তার সংসার চলে। এ ব্যাপারে মহব্বত আলী বাদি হয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। গ্যারেজের মালিক মোস্তফা কামাল সোহান বলেন প্রতিদিনের ন্যায় রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ওইদিন রাত তিনটায় বাজার পাহারাদার খবর দেন দোকানে আগুন লেগেছে। এসময় আমাদের শোর চিৎকারে লোকজন এগিয়ে এসে আগুন নিভানো সম্ভব হয়েছে। তিনি বলেন দোকানের পিছন দিক দিয়ে গ্যারেজে প্রবেশ করে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দেয়।
মহব্বত আলী বলেন পূর্ব পরিকল্পিতভাবে আমার গাড়িটি আগুন দিয়ে ছাই করে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।
মাধবপুর থানার এসআই সনত কুমার বলেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com