নবীগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের উপর নির্যাতন, ঘরবাড়ি লুন্ঠনসহ হামলার প্রতিবাদে অগ্নিবীর সনাতনী ঐক্যজোট এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথপুর বাজার রোডে রবিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পথসভায় হিন্দু ছাত্র ও যুব সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ময়ূক কান্তি চৌধুরী বিপ্লব, গৌতম কুমার দাশ, ওমর দাশগুপ্ত, দেবব্রত দাশ দেব, ঝলক মহালদার, রনি দাশ, টিপন দাশ, অনিক দাশ। এতে অগ্নিবীর সনাতনী ঐক্যজোট সংগঠনটির সদস্যদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। তন্মন্ধে উল্লেখযোগ্য অটুট চৌধুরী, নিকুদাশ, বিলাশ দাশ, সৌমিত্র গুপ্ত, চয়ন মহালদার, রাকু দাশ, পান্থ চৌধুরী, দ্বীপ রায়, ঝৃত্বিক দাশ সানি, রূবেল চৌধুরী, সবুজ দাশ, অর্জুন দাশ, দীপু দাশ, অরুপ দাশ, নিউটন দাশ, মিলটন দাশ, সাগর দাশ, সাগর দাশ, রিংকু দাশ, বিভাস বৈষ্ণব, সাগর দাশ, সহ স্থানীয় লোকজন এবং বন্ধু মহল সামাজিক সংগঠন এর সদস্যবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com