নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে নিয়মিত জুয়া খেলার আসর বসানোর অভিযোগে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে আটককৃত মোঃ বক্কর মিয়ার দোকানে নিয়মিত জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আমীর হামজার নেতৃত্বে পুলিশের অভিযানে ইনতাবাদ গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ বক্কর মিয়াকে (৪৫) আটক করে। নবীগঞ্জ থানার এসআই আমীর হামজা জানান, আটক বক্কর মিয়া জুয়া মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। শনিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসময় তার সাথে থাকা অন্য আসামীরা পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com