নবীগঞ্জ প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্যে দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মার্চ শনিবার সকাল ৯টায় প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় সিলেট শহরের জাফলং এবং লালাখাল নামক স্থান পরিদর্শন শেষে নবীগঞ্জ এসে বনভোজনটি শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, বর্তমান সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য এম.মুজিবুর রহমান, এম.এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক রাকিল হোসেন ও সলিল বরণ দাশ, সিনিয়র সাংবাদিক মোঃ আবু তালেব, মুহিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী তছনু, মোজাহিদ আলম চৌধুরী, মোঃ তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী। প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমদের সার্বিক ব্যবস্থাপনায় বনভোজন অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলে আর্কষণীয় র‌্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে ১টি মূল্যবান মোবাইল ফোন, দ্বিতীয় পুরস্কার একটি পাওয়ার ব্যাংক ও তৃতীয় পুরস্কার একটি দেওয়াল ঘড়ি উপহার দেওয়া হয়। এছাড়া প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পালের ব্যক্তিগত উদ্যোগে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে সঠিক সর্বোচ্চ উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী বলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সিলেটের ঐতিহ্যবাহী জাফলং ও লালাখালে এসে খুবই ভাল লাগল। প্রতি বছর ক্লাবের পক্ষ থেকে এ রকম একটি আনন্দ ভ্রমনের আয়োজন করার আহবান জানান তিনি। এছাড়াও বাউল শিল্পী সাংবাদিক ও গীতিকার এম.মুজিবুর রহমান মনোমুগ্ধকর গান পরিবেশন করে আনন্দ দেন সবাইকে। বনভোজন অনুষ্ঠানে নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের বাসিন্দা ডিবিসি নিউজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।