চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাট পুলিশ মাঠে নেমেছে। রবিবার সকালে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফের নেতৃত্বে শহরে সচেতনতামূলক ক্যাম্প ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে শহরের বিভিন্ন সড়কে তারা ক্যাম্পেইন করে। এসময় অফিসার ইনচার্জ বলেন, এখনও মহামারি শেষ হয়নি। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি না মানা। শুধু মাস্ক পরলেই হবে না, সাবানপানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস চালু রাখতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com