উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর জায়গার উপর থেকে মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ২৮ জানুয়ারি বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্র জানায়- দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর সরকারি জায়গার উপর অবৈধভাবে ৩টি পাকা ঘর নির্মাণ করে রাতে মাদকের আসর ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। গত মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে এক্সেভেটর মেশিন দিয়ে বিজনার নদীর জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com