স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের একটি কারখানার ভবনের দেয়াল ধসে দুই চা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ময়নাতদন্ত শেষে ওই দুই শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত শ্রমিকরা হলেন দেউন্দি এলাকার দিনেশ মুন্ডার ছেলে অজিত বাপ্পি (৩০) এবং দেউন্দি চা বাগানের আমিন মালের ছেলে স্বপন মাল (৩৪)।
চা শ্রমিক অজিত ও স্বপন দুপুরে কাজ করতে দেয়ালের উপর উঠেন। এ সময় দেয়াল ভেঙে পড়লে তাঁরা নিচে চাপা পড়েন।
প্রত্যক্ষদর্শী চা শ্রমিক অনিল মোড়া জানান, দেউন্দি চা-বাগানে একটি পুরনো কারখানা ভবনের সংস্কার কাজ চলছিল। চা শ্রমিক অজিত ও স্বপন গতকাল দুপুরে কাজ করতে দেয়ালের উপর উঠেন। এ সময় দেয়াল ভেঙ্গে পড়লে তাঁরা নিচে চাপা পড়েন। এতে গুরুতর আহত হন তাঁরা। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক বিনতী শর্মা তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানা পুলিশের এসআই সাইদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com