বানিয়াচঙ্গে স্ত্রী ও সন্তানদের পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করে শফিক
স্টাফ রিপোর্টার ॥ প্রথম স্ত্রী অলিমা বেগমের দায়েরকৃত যৌতুকের মামলায় বানিয়াচংয়ের শেখ শফিকুল ইসলাম শফিকের জামিন নামঞ্জুর হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলার ধার্য্য তারিখে হবিগঞ্জ কগনিজেন্স কোর্ট-৪ এ হাজির হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামী শফিককে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু।
সূত্র জানায়, বানিয়াচং উপজেলা সদরের ২নং ইউনিয়নের তোপখানা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শফিক ইনাতখানী গ্রামের সুলেমান মিয়ার মেয়ে অলিমা বেগমকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করে। তাদের পর পর ৮টি সন্তান হয়। শফিক প্রায়ই যৌতুকের জন্য অলিমাকে মারধর করে। সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে অলিমা নির্যাতন সহ্য করে শফিকের সাথে সংসার করতে থাকে। শফিক স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের খরচ না দেয়ায় অলিমা আয়েশা-আবেদ ফাউন্ডেশনের সাব-সেন্টারে সেলাইয়ের কাজ করে কোনক্রমে সংসার চালাতে থাকে। এ পরিস্থিতিতে শফিক স্ত্রী ও সন্তানদের পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই মৌলভীবাজারে জেসমিন বেগম নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করে ঘরে তুলে। স্বামীর এই নির্যাতন সহ্য করতে না পেরে প্রথম স্ত্রী অলিমা গত ৭ অক্টোবর আদালতে শফিকের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামী শফিকের বিরুদ্ধে সমন জারি করে ২ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার জন্য তলব করেন। ওইদিন শফিক হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আপস মিমাংসার সুযোগ দেয়ার জন্য জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন এবং পরবর্তী তারিখ ২৮ জানুয়ারি ধার্য্য করেন। কিন্তু আপস মিমাংসা না করে আসামী শফিক গতকাল ২৮ জানুয়ারি আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com