স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের শ্রীমতপুরে ব্যভিচারে লিপ্ত হওয়ায় নিজের সন্তানকে ত্যাজ্য করলেন পিতা-মাতা। নোটারী পাবলিকের কার্যালয় হবিগঞ্জে এফিডেভিট করে তারা তাদের নিজ সন্তানকে ত্যাজ্য করেন। এ ঘটনায় এলাকায় চলছে নানামুখি আলোচনা।
এফিডেভিটে নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের আঃ আহাদ ও আয়েশা বেগম উল্লেখ করেন, তাদের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার মধ্যে তাদের মেয়ে মোছাঃ শারমীন বেগমকে ধর্মীয় রীতি নীতি অনুযায়ী বানিয়াচং উপজেলার খাড়াউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের ইদ্রিস উল্লা ওরফে মেন্দি মিয়ার পুত্র কুয়েত প্রবাসী আঃ গফ্ফার ওরফে স্বপন তালুকদারের কাছে বিয়ে দেন। আঃ গফ্ফার কুয়েত থেকে টাকা রোজগার করে দেশে পাঠিয়ে আসছে। অপরদিকে তাদের কন্যা শারমীন বেগম স্বামীর অবর্তমানে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ে। সে আঃ গফ্ফারের পাঠানো টাকা পরপুরুষের পেছনে খরচ করে। এক পর্যায়ে সে তাদের পছন্দের ছেলে আঃ গফ্ফারকে গত বছরের ২৫ মার্চ ১৬৬৩ নং এফিডেভিটের মাধ্যমে তালাক দেয়। যা মা-বাবা হিসেবে তারা কেউই অবগত নন। অপরদিকে শারমীন তাদের অজান্তে গত ১৩ জানুয়ারি এফিডেভিটের মাধ্যমে শ্রীমতপুর গ্রামের শাহাব উদ্দিনের পুত্র মোঃ মঞ্জু মিয়াকে বিয়ে করে। যেহেতু শারমীন ব্যভিচারে লিপ্ত তাই তারা পারিবারিকভাবে তার দায় নিতে চান না। তাদের অন্যান্য সন্তানদের সামাজিকভাবে অসুবিধায় পড়তে হবে এ বিবেচনায় তারা এফিডেভিটের মাধ্যমে মেয়ে শারমীনকে ত্যাজ্য ঘোষণা করেন। এখন থেকে শারমীন তাদের পরিবারের কোন অংশ নয়। তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে তারা শারমীনকে ত্যাজ্য করেন। শারমীন তাদের সম্পত্তিতে কোন অংশ পাবে না এবং কোনরূপ দাবি করলে তা আইনগত গ্রাহ্য হবে না। এখন থেকে তাদের ২ ছেলে ও এক মেয়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com