কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ছে গরু চুরি

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু চুরির ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন খামারিসহ গরুর মালিকরা। গরু চোরদের হাত থেকে রক্ষা পেতে কোথাও কোথাও গ্রামবাসী ও ব্যবসায়ীরা রাত জেগে পালা করে পাহারা দিচ্ছেন। তেমনি একটি গরু চুরির ঘটনা ঘটেছে বুধবার বানিয়াচং সদর ২নং ইউনিয়নের আমিরখানী (লস্করবাড়ি) মহল্লায়।
সূত্র জানায়, আমিরখানী মহল্লার নুরুল মিয়ার বাড়িতে রাত আড়াইটার দিকে একদল চোর তার গোয়াল ঘরে রাখা গরুগুলো নেয়ার জন্য হানা দেয়। একপর্যায়ে চোরেরা ওই গরুগুলো নিয়ে পালিয়ে যেতে থাকে। বিষয়টি ঠের পেয়ে নুরুল মিয়া ও এলাকাবাসী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে এসে চোরদের ধাওয়া করে। এসময় তাদের হামলায় জিতু মিয়া নামে এক ব্যক্তি আহত হয়। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে চোরেরা গরু ফেলে তাদের জীবন রক্ষার্থে দৌঁড়ে পালিয়ে যায়। এলাকাবাসী চোরদের ধাওয়া করলে তারা আমিরখানীর নৌকাঘাটে অবস্থান নেয়। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীদেরকে ভয় দেখিয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী নৌকা ও গরু আটক করে আমিরখানীর সর্দার ইনছাব আলীর কাছে জমা রাখেন। এলাকাবাসীর ধারণা আশেপাশের কোনো এলাকা থেকে নৌকা ভাড়া করে চুরি করতে এসেছিল সংঘবদ্ধ চোরেরা। তবে এলাকাবাসীর ভূমিকায় তাদের এই মিশন ব্যর্থ হয় বলে জানান তারা। নৌকার মালিক পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাঠলি গ্রামের সেজু মিয়ার বলে জানা গেছে। তাকে আটক করলেই চোরদের নাম জানা যাবে বলে জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে আজ ২নং ইউপি অফিসে এলাকাবাসীর পরামর্শ সভায় বসার কথা রয়েছে।