স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের মা সাফিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ঈদগা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি গত মঙ্গলবার বিকাল ৪টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, বানিয়াচং উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ কাদির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
এদিকে যুবদল নেতা জালাল আহমেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আহমদ আলী মুকিবের শোক প্রকাশ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com