মোঃ মামুন চৌধুরী ॥ ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ শ্লোগান নিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ (২৫-৩১ জুলাই ২০১৯) উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। ৩১ জুলাই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে র‌্যালি শেষে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আলোচনা সভায় বক্তব্যে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বাসা-বাড়িসহ যেখানেই তিন দিনের বেশি পানি জমে থাকবে সেখানেই এডিস মশা বংশ বিস্তার করতে পারে। বাসা, বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে এডিস মশা আর বাসা তৈরি করতে পারবে না। তিনি বলেন, আমাদের শুধু নাগরিক হলে চলবে না, বরং সুনাগরিক হতে হবে। সবাই মিলে ডেঙ্গু রোগ প্রতিরোধে কাজ করে যেতে হবে। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, জহুর চান বিমি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অসিত দাস মন্টু, মুজিবুর রহমান মারাজ মেম্বার, সমাজসেবক সেন্টু রায়, উপজেলা অফিসের সিও ইমাংশু চন্দ্র ঘোষ, নাজির মোঃ উস্তার মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।