স্টাফ রিপোর্টার ॥ বিষাক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় পিপাসা রাণী দাস (১৫) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী মারা গেছে। বুধবার বিকেলে তার মৃত্যু ঘটে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা ও লাখাই’র সিমান্তবর্তী কালাপুর গ্রামের শুকুর লাল দাসের কন্যা ও আদমপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
সূত্র জানায়, বুধবার দুপুরে নিজের বসতঘরে সকলের অগোচরে রাখা কীটনাশক পান করে ছটফট করতে থাকে পিপাসা। বিষয়টি তার পরিবারের লোকজন দেখতে পেয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com