স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার কুমড়ী-দুর্গাপুর বাজারে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের হামলায় বাজার ইজারাদারসহ ২জন আহত হয়েছে। আহতদের এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বাজার ইজারাদার সিদ্দিক মিয়া (৬০) ও তার আত্মীয় গিয়াস উদ্দিন (৪০)।
আহত ইজারাদার সিদ্দিক মিয়া জানান, দুর্গাপুর বাজারে দীর্ঘদিন ধরে মাদক ও সুদের ব্যবসায়ী আয়ুব আলী মদপান করে বাজারের ব্যবসায়ীদের সাথে দুর্ব্যবহার করে আসছে। বিশেষ করে প্রতি শনিবার ও বুধবার বাজারে হাট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা দোকান নিয়ে বসেন। এসব ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে টাকা দেন না আয়ুব আলী। টাকা চাইলে তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন আয়ুব আলী। বুধবার বাজারবারে আয়ুব আলী মদ্যপান করে বাজারে উঠে ব্যবসায়ীদের সাথে খারাপ ব্যবহার করেন। এ সময় সিদ্দিক মিয়া প্রতিবাদ করলে আয়ুব আলী তার সহযোগী আকবর মিয়া ও নজরুল ইসলাম তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সিদ্দিক মিয়াতে বাঁচাতে গিয়াস উদ্দিন এগিয়ে গেলে তার উপরও হামলা চালায় আয়ুব আলী গং। পরে স্থানীয় মুরুব্বীয়ান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সিদ্দিক মিয়া ও গিয়াস উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। আহত গিয়াস উদ্দিন জানান, আয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা করছেন। যার ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
বানিয়াচঙ্গের কুমড়ী-দুর্গাপুর বাজারে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের হামলায় বাজারের ইজারাদারসহ ২ জন আহত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com