স্টাফ রিপোর্টার ॥ করোনাকালিন পরিস্থিতিতে শেখ হাসিনা প্রদত্ত হবিগঞ্জ জেলার সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক উপহার দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এসব চেক করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল হাসান শরীফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, জাতীয় দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান নিয়ন, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি সুকান্ত গোপ প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত। অনুষ্ঠানে বক্তারা এ পরিস্থিতিতে সাংবাদিকদের সহযোগিতা চেক উপহার দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং তাকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠান শেষে হবিগঞ্জের বিভিন্ন জাতীয় মিডিয়া কর্মরত ২৬ জন সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকার সহায়তা উপহারের চেক বিতরন করা হয়।
উল্লেখ্য, এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com